আলগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে স্বাগত। এই অফিসটির অবস্থান আলগী ইউনিয়নের সুলিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে অবস্থিত। এই সেবা কেন্দ্রটি আলগী ইউনিয়নের জনসাধারণের চিকিৎসা সেবা প্রদানের অন্যতম কেন্দ্রবিন্দু। অফিস ভবনটি একতলা। উক্ত ভবনে নিয়মিত চিকিৎসকগণ অবস্থান করে নিয়মিত জনসাধারণকে সেবা প্রদান করে থাকেন।
সেবা নিন সুস্থ থাকুন।
কি সেবা কিভাবে পাবেন :
০১। স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে উপ-সহকারী মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শিকার মাধ্যমে বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
০২। স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মহিলা মহিলাদের চেকাপ ও প্রসব করানো হয়।
০৩। স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে কপার্টি পরানো হয় ও নতুন ইনজেকশন দেওয়া হয়।
০৪। স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে পাক্ষিক ও দ্বিপাক্ষিক সভায় বিভাগীয় কাজের মাসিক অগ্রিম কর্মসূচি ও অগ্রহতির প্রতিবেদন তৈরি, দম্পত্তি রেজিষ্টার ভুলত্রুটি সংশোধন করিয়া হালনাগাত করা হয় এবং দুর্যোগমোকাবেলায় ও ঝুঁকিপূর্ণ গর্ভবর্তী মহিলাদের স্বাস্থ্য বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়।
০৫। স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি প্রদান করা হয়।
০৬। আলগী ইউনিয়নে ০১ টি পুরাতন ওয়ার্ডে ০৮ টি সেহেতু ০৩ টি ওয়ার্ডে ২৪ টি ইপিআই ও টিকাদান কেন্দ্র আছে। উক্ত কেন্দ্রে ০৯ টি রোগের টিকা মা ও শিশুদের দেওয়া হয়।
০৭। আলগী ইউনিয়নে ০৩ টি ওয়ার্ডে ০৮ টি স্যাটেলাইট ক্লিনিকের কেন্দ্র আছে। সেবাসমূহ: খাবার বড়ি, কন্ডম, ইনজেকশন, কপার্টি এবং কিশোর শিশোরীসহ গর্ভবতী মা ও শিশুদের সেবা প্রদান করা হয়ে থাকে।
০৮। সাধারণ রোগীদের মধ্যে বিনা মূল্যে প্রাথমিক চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
০৯। উক্ত কেন্দ্রগুলিতে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।
১০। উক্ত কেন্দ্রগুলিতে পরিকল্পিত পরিবার গঠনে পরিবার কল্যাণ সহকারীর মাধ্যমে পরামর্শ প্রদান করা হয়।
১১। বিভিন্ন কেন্দ্রে দুর্যোগ মোকাবেলায় ডায়রিয়া প্রতিরোধের ক্ষেত্রে মেডিকেল টিম গঠন করিয়া জরুরী ভাবে সেবা প্রদান করা হয়।
১২। কেন্দ্র ভিত্তিক জরুরী ভিত্তিতে বিশেষ ক্ষেত্রে চাহিদা মোতাবেক ডাক্তার নিশ্চিত করা হয়।
আলগী উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক-মা ও শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
* ডায়রিয়া রোগীদের জন্য ও.আর.এস (ওরাল স্যালাইন) বিনা মূ্ল্যে সরবরাহ করা হয়।
* হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং
আয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
* জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন
করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।
* শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেয়া হয়।
* উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষাদেয়া হয়।
*উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার
পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।
* প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
* আগত রোগী ও তাঁদের আত্মীয়-স্বজনগণ স্বাস্থ্য সেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য
সংশ্লিট চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।
* আলগী উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টিগোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।
নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে:
* সরবরাহ সাপেক্ষে ঔষধ সমূহ সেবাকেন্দ্র হতে বিনা মূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে
কোন কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহীতাকে ক্রয় করতে হতে পারে।
* বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রাদনকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা
টানানো আছে।
* সেবা গ্রহীতার কর্তব্য-
১। সেবা প্রদানকারীগণ সেবা গ্রহীতার নিকট হতে সৌজন্যমূলক আচরণ প্রাপ্তির অধিকার রাখে।
২। সেবা কর্মীর পরামর্শ অনুযায়ী সময় মত উপ-স্বাস্থ্য কেন্দ্র আসতে হবে।
৩। জটিলতা দেখা দেওয়া সেবা গ্রহীতাকে সেবা কর্মীর পরামর্শ অনুযায়ী যোগাযোগ রক্ষা করতে হবে।
অত্র অফিসের নিজস্ব কোন প্রকল্প নেই। তবে বিভিন্ন সংস্থার প্রকল্প গুলো এই অফিসের মাধ্যমে বাস্তবায়িত হয়ে থাকে। প্রকল্প সমূহ যথাক্রমে :-
১। ব্র্যাক পরিচালিত যক্ষা প্রতিরোধ কর্মসূচী।
২। এনজেন্ডার হেলথ ও মায়ের হাসি মাঠ সেবা কার্যক্রম।
৩। মাসিক টিকাদান এবং ইপিআই ও স্যাটেলাইট কর্মসূচী।
৪। কমিউনিটি হ্যালথ কেয়ার প্রোভাইডার, পরিবার কল্যাণ সহকারী ও স্বাস্থ্য সহকারীর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পরিচালিত হয়ে থাকে।
৫। দু:স্থ্য ও গরীব ০১-০২ সন্তানের সক্ষম দম্পত্তিদের মধ্যে মাতৃ স্বাস্থ্য ভাউচার প্রসব পূর্ব সেবা, নিরাপদ প্রসব কার্ড ও প্রসবোত্তর সেবা কার্ড বিতরণ করা হয়।
* আলগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
সুলিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে অবস্থিত,
গ্রাম- চান্দ্রা, ডাকঘর- সুলিনা বাজার, ইউনিয়ন- আলগী, উপজেলা- ভাংগা, জেলা- ফরিদপুর।
* উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হইতে অটো রিক্সা/ভ্যান যোগে সুলিনা বাজার হয়ে রাস্তা যোগে ৫০ গজ পরে আলগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।
ডাক্তার আ: মান্নান,
মোবাইল নং- ০১৮১৮-৩৭৪৯৬৬,
লক্ষী কান্ত দাস,
পরিবার পরিকল্পনা পরিদর্শক,
মোবাইল নং- ০১৭১২-৪২১৩২১
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস