Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

ভাংগা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন থেকে ০৭ নং আলগী ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-

 

ক) উপজেলা ০১ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট থেকে ০৭নং আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত - অটো, ভ্যান, সিএনজিতে-  ৩০-৩৫/- (জনপ্রতি)।

খ) ভাংগা কে,এম, কলেজপাড় টেম্পু ষ্ট্যান্ড থেকে ০৭ নং আলগী ইউনিয়ন পরিষদ পর্যন্ত - সিএনজি, অটোযোগে - ১৫-২০/- (জনপ্রতি), ভ্যান/রিক্সাযোগে- ২০-২৫/- (জনপ্রতি)।

গ) পীরেরচর বাজার/শাহমল্লিকদী  থেকে ০৭ নং আলগী ইউনিয়ন পরিষদ পর্যন্ত - সিএনজিতে, অটোযোগে - ৩৫-৪৫/- (জনপ্রতি), ভ্যান/ রিক্সাযোগে- ৫০-৬০/- (জনপ্রতি)।

ঘ) বালিয়াচরা বাজার/ মাঝারদিয়া থেকে ০৭ নং আলগী ইউনিয়ন পরিষদ পর্যন্ত - অটোযোগে - ১০-১৫/- (জনপ্রতি), ভ্যান/ রিক্সাযোগে- ১৫-২০/- (জনপ্রতি)।

ঙ) ছোট খারদিয়া, ভর মানিকদী, মানিকদী, থেকে আলগী ইউনিয়ন পরিষদ পর্যন্ত-  পায়ে হেটে ৩.০০ কিলোমিটার। (পায়ে হেটে যেতে হয়, কোন গাড়ি/ভ্যান এর ব্যবস্থা নেই।

চ) সুলিনা, চান্দ্রা, নাওরা, অপরপট্রি, নলিয়া, কৈখালী থেকে আলগী ইউনিয়ন পরিষদ পর্যন্ত- পায়ে হেটে ২.০০ কিলোমিটার। (পায়ে হেটে যেতে হয়, কোন গাড়ি/ভ্যান এর ব্যবস্থা নেই।

ছ) প: আলগী, পূ: আলগী, শুখনী, বিদ্যানন্দী, নোয়াকান্দা থেকে নসিবন, অটোযোগে - ১০-১৫/- (জনপ্রতি) ও পায়ে হেটে বা ট্রলার বা নৌকাযোগে।

জ) উ: বড়দিয়া, দ: বড়দিয়া, চর বালিয়া থেকে আলগী ইউনিয়ন পরিষদ পর্যন্ত- পায়ে হেটে বা ট্রলার বা নৌকাযোগে।

ঝ) সোনাখোলা থেকে আলগী ইউনিয়ন পরিষদ পর্যন্ত- সিএনজিতে, অটোযোগে - ১০-১৫/- (জনপ্রতি), ভ্যান/ রিক্সাযোগে- ১৫-২০/- (জনপ্রতি)।