Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দেশ ব্যাপী সৌদি আরব সহ অন্যান্য দেশে কর্মীদের রেজিষ্ট্রশন এখন আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে রেজিষ্ট্রেশন করা হচ্ছে।
বিস্তারিত

দেশ ব্যাপী সৌদি আরব সহ অন্যান্য দেশে কর্মীদের রেজিষ্ট্রশন এখন আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে রেজিষ্ট্রেশন করা হচ্ছে।
(((( বিগত বছরগুলোর মতো এবার অন-লাইন নিবন্ধন ফরম পূরণ করা হবে না। বর্তমান প্রক্রিয়ায় ম্যানুয়ালি পদ্ধতি অর্থাৎ ডিজিটাল নেন্টার থেকে ফরম নিয়ে হাতে লিখে (হার্ড কপি ) পূরণ করে জমা দিতে হবে))))
    ********একজন প্রার্থী নিবন্ধন ফি বাবদ যে কোন সোনালী ব্যাংক থেকে ২০০/= টাকার ব্যাংক ড্রাফট
                    এবং সার্ভিস সার্জ ১০০/= টাকা সর্বমোট ৩০০/= টাকা দিতে হবে।******
                                 প্রয়োজনীয় কাগজপত্র সমূহঃ
১। মেশিনরিডেবল পাসপোর্ট (এম.আর.পি), যদি না থাকে তবে
২। জাতীয় পরিচয়পত্র, তা না থাকলে
৩। জন্মনিবন্ধন সনদপত্র (জন্মনিবন্ধন সনদ অবশ্যই আনতে হবে)।
৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে ১ সেট ফটোকপি সহ আনতে হবে)
৫। জন্মনিবন্ধন সনদ যে নাম ও ঠিকানা ব্যবহৃত হয়েছে,
     পরবর্তীতে ঠিক হুবহু সেই নাম ও ঠিকানা ব্যবহার করে (এম.আর.পি) পাসপোর্ট তৈরি করতে হবে।
৬। নমিনির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ( মোবাইল ম্বর অবশ্যই খোলা খাকতে হবে)।
৭। ঘনিষ্ঠ ও বিশ্বস্থ এমন তিন জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আনতে হবে।
৮। দেশে বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে ১ সেট ফটোকপি করতে হবে)।
৯। পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি (সত্যায়িত)
বি:দ্র: আবেদন ফরমের সাথে জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো (বিএমইডি) কর্তৃক নির্ধারিত মূল্য ২০০ টাকা যে কোন সোনালী ব্যাংক থেকে ইস্যুকৃত ফরমের সাথে জমাদিতে হবে। ব্যাংক ড্রাফট অবশ্যই (মহাপরিচালক জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো) ফরিদপুর শাখা বরাবর করতে হবে।
                          যোগাযোগের ঠিকানা :
রবিবার থেকে বৃহ:পতিবার পর্যন্ত সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত          
                        ইউনুছ মাহমুদ                                                                                  
                      ইউ.ডি.সি পরিচালক
                    আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার
                          ভাংগা, ফরিদপুর।
                        01722867885
                        01673335983
E-mail : younus.m2012@yahoo.com
            mahmud.younus922@gmail.com
                      যোগাযোগের ঠিকানা :
শুক্রবার ও শনিবার এবং প্রতিদিন বিকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যনত রেজিষ্ট্রেশন চলবে
স্থান : বোরহান কম্পিউটার সেন্টার, কে.এম.কলেজ পাড়, ভাংগা, ফরিদপুর।
                        ইউনুছ মাহমুদ                                                                                  
                      ইউ.ডি.সি পরিচালক
                    আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার
                          ভাংগা, ফরিদপুর।
                        01722867885
                        01673335983
E-mail : younus.m2012@yahoo.com
            mahmud.younus922@gmail.com

ডাউনলোড