দেশ ব্যাপী সৌদি আরব সহ অন্যান্য দেশে কর্মীদের রেজিষ্ট্রশন এখন আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে রেজিষ্ট্রেশন করা হচ্ছে।
(((( বিগত বছরগুলোর মতো এবার অন-লাইন নিবন্ধন ফরম পূরণ করা হবে না। বর্তমান প্রক্রিয়ায় ম্যানুয়ালি পদ্ধতি অর্থাৎ ডিজিটাল নেন্টার থেকে ফরম নিয়ে হাতে লিখে (হার্ড কপি ) পূরণ করে জমা দিতে হবে))))
********একজন প্রার্থী নিবন্ধন ফি বাবদ যে কোন সোনালী ব্যাংক থেকে ২০০/= টাকার ব্যাংক ড্রাফট
এবং সার্ভিস সার্জ ১০০/= টাকা সর্বমোট ৩০০/= টাকা দিতে হবে।******
প্রয়োজনীয় কাগজপত্র সমূহঃ
১। মেশিনরিডেবল পাসপোর্ট (এম.আর.পি), যদি না থাকে তবে
২। জাতীয় পরিচয়পত্র, তা না থাকলে
৩। জন্মনিবন্ধন সনদপত্র (জন্মনিবন্ধন সনদ অবশ্যই আনতে হবে)।
৪। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে ১ সেট ফটোকপি সহ আনতে হবে)
৫। জন্মনিবন্ধন সনদ যে নাম ও ঠিকানা ব্যবহৃত হয়েছে,
পরবর্তীতে ঠিক হুবহু সেই নাম ও ঠিকানা ব্যবহার করে (এম.আর.পি) পাসপোর্ট তৈরি করতে হবে।
৬। নমিনির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর ( মোবাইল ম্বর অবশ্যই খোলা খাকতে হবে)।
৭। ঘনিষ্ঠ ও বিশ্বস্থ এমন তিন জন ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর আনতে হবে।
৮। দেশে বিদেশে কাজের অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে ১ সেট ফটোকপি করতে হবে)।
৯। পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি (সত্যায়িত)
বি:দ্র: আবেদন ফরমের সাথে জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো (বিএমইডি) কর্তৃক নির্ধারিত মূল্য ২০০ টাকা যে কোন সোনালী ব্যাংক থেকে ইস্যুকৃত ফরমের সাথে জমাদিতে হবে। ব্যাংক ড্রাফট অবশ্যই (মহাপরিচালক জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো) ফরিদপুর শাখা বরাবর করতে হবে।
যোগাযোগের ঠিকানা :
রবিবার থেকে বৃহ:পতিবার পর্যন্ত সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত
ইউনুছ মাহমুদ
ইউ.ডি.সি পরিচালক
আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার
ভাংগা, ফরিদপুর।
01722867885
01673335983
E-mail : younus.m2012@yahoo.com
mahmud.younus922@gmail.com
যোগাযোগের ঠিকানা :
শুক্রবার ও শনিবার এবং প্রতিদিন বিকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যনত রেজিষ্ট্রেশন চলবে
স্থান : বোরহান কম্পিউটার সেন্টার, কে.এম.কলেজ পাড়, ভাংগা, ফরিদপুর।
ইউনুছ মাহমুদ
ইউ.ডি.সি পরিচালক
আলগী ইউনিয়ন ডিজিটাল সেন্টার
ভাংগা, ফরিদপুর।
01722867885
01673335983
E-mail : younus.m2012@yahoo.com
mahmud.younus922@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস