Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
Details

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র,

সুলিনা (চান্দ্রা), আলগী ইউনিয়নে অবস্থিত।

Image
label.column.field_office_cism

স্বাস্থ্য কর্মসূচী

স্যাটেলাইট ক্লিনিক কর্মসূচীঃ

      * সক্ষম দম্পতিদের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি: কপারটি, এনজেকশন, খাবার বড়ি ও কনডম।

      * গর্ভবতী মায়ের সেবা:

      * ০ -০৫ বছরের শিশুদের সেবা দান।

      * কিশোর-কিশোরীদের স্বাস্থ্য শিক্ষা।

      * এসটিআই/আর টিআই রোগিদের সেবা দান।

      * ইমপ্লান্ট, লাইগেশান ও এনএসবি ক্লাইন্টদের উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পদ্ধতি গ্রহণের

         জন্য প্রেরণ করা হয়। এছাড়া যে কোন জটিল রোগীর রেফার করা হয়।

      * শিশু ও মাতৃমৃত্যুর প্রতিরোধ কল্পে স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

       * বাল্য বিবাহ, যৌতুক প্রথা ও পরিবার পরিকল্পনা বিবিন্ন পদ্ধতি সম্পর্কে বিশদভাবে আলোচনা

         করা হয়।

       * স্যানিটেসন সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তার আওতাধীন পরিবার

পরিকল্পনা পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও

পরিবার কল্যাণ সহকারী।

উঠান বৈঠকঃ ১০-১৯ বছর সকল বয়সী কিশোর-কিশোরীদের এবং সক্ষম দম্পতিদের স্বাস্থ্য, স্যানিটেসন

ও পরিবার পরিকল্পনার পদ্ধতি এবং বিভিন্ন বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা

অফিসার, ইউ,পি চেয়ারম্যান, ইউ,পি সদস্য, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল

অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারী।

কমিউনিটি ক্লিনিকঃ পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ কারী এবং সাধারণ রোগীদের সেবা করা হয়।

ইপিআই কর্মসূচীঃ

    * কর্মসূচীর নামঃ সম্প্রসারিত টিকাদান কর্মসূচী

    * কর্মসূচী বাসত্মবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা

      অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী ও পরিবার কল্যাণ সহকারী।

    * অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারীঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ।

     * লক্ষ্য ও পদ্ধতিঃ শিশুদের ০৮ টি রোগের প্রতিশেধক টিকা প্রদান ও ভিটামিন এ ক্যাপসুল

        এর মাধ্যমে রাতকানা রোগ  ও অপুষ্টি প্রতিরোধ।  মায়েদের কে টিটি টিকার মাধ্যমে মা এবং

         নবজাতক শিশুর টিটেনাস প্রতিরোধ ব্যবস্থা। মায়েদের-কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে

         মায়েদের এবং নবজাতক শিশুদের ভিটামিন এ এর ঘাটতি পুরণ। মূল লক্ষ্য হচ্ছে, শিশু মৃত্যু এবং

         মৃত্যু হার কমানো এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি বিতরণ।
     * আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ ১৫-৪৯ বৎসরের সকল মহিলা (সক্ষম দম্পতি) এবং ০- ৬০ মাস  বয়সী সকল শিশু।

ই ও সি কর্মসূচীঃ

     * কর্মসূচীর নামঃ  জরুরী প্রসুতি সেবা।

     * কর্মসূচী বাস্তবায়নকারীঃ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  এবং ই ও সি আওতাভূক্ত

         হাসপাতালসমূহের ডাক্তার ও নার্স।

      * অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ ।

      * লক্ষ্য ও পদ্ধতি - নিরাপদ মাতৃত্ব, বিপদ মুক্ত ডেলিভারী এবং শিশু ও মাতৃ মৃত্যু হার কমানো।

      * আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠী - সকল গর্ভবতী মা।

এ আর আই কর্মসূচীঃ

      * কর্মসূচীর নাম - এ আর আই।

      * কর্মসূচী বাস্তবায়নকারীঃ তত্বাবধায়ক/ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ প্রতিষ্ঠানের

        সকল ডাক্তার, চিকিৎসা সহকারী, ফার্মাসিষ্ট, নার্স ও পরিবার কল্যাণ পরিদর্শিকা।

      * অর্থায়ন ও অন্যান্য সহায়তাকারী - স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, ইউনিসেফ ।

      * লক্ষ্য ও পদ্ধতি - শিশুদের নিউমোনিয়া এবং শ্বাসনালী প্রদাহ জনিত রোগের চিকিৎসা এবং প্রকোপ কমানো।

      * আওতাভুক্ত সুবিধাভোগী জনগোষ্ঠীঃ সকল শিশু।

Citizen Charter

সেবা গ্রহিতা যে সকল সেবা পাওয়ার অধিকার সংরক্ষণ করেন :

১. স্বাস্থ্য উপকেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

২. ডায়রিয়া রোগীদের জন্য ওআরএস সরবরাহ করা হয়।

৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবং আয়রন

ট্যাবলেট সরবরাহ করা হয়।

৪. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ্ পরীক্ষার জন্য কফ সংগ্রহ করা হয়

এবং যক্ষ্মা ও কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা করা হয়।

৫. শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেওয়া হয়।

৬. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়।

৭. উপস্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও সক্ষম দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা

কার্যক্রম পরিচালনা করা হয়।

৮. প্রয়োজনে জটিল রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে রেফার করা হয়।

৯. আগত রোগী ও তাদের আত্মীয়স্বজনগণ স্বাস্থ্যসেবা সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ ও উপদেশের জন্য সংশ্লিষ্ট

চিকিৎসকগণের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন।

১০. উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক নোটিশ বোর্ড সবার দৃষ্টি গোচর হয় এমন জায়গায় স্থাপিত আছে।

নোটিশ বোর্ডে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ আছে।

১১. সরবরাহ সাপেক্ষে ঔষধসমূহ সেবাকেন্দ্র হতে বিনামূল্যে প্রদান করা হয়। তবে চিকিৎসার প্রয়োজনে কোন

কোন ঔষধ কেন্দ্রের বাহির হতে সেবা গ্রহিতাকে ক্রয় করতে হতে পারে।

১২. বোর্ডে মজুদ ঔষধের তালিকা, প্রদানকৃত সেবাসমূহের তালিকা, সেবা প্রদানকারী চিকিৎসকের তালিকা

টানানো আছে।

label.column.field_projects
ক্রমিক নংবিষয়সমূহ
০১

পরিবার কল্যাণ সহাকারীদের দায়িত্ব কর্তব্য।

০২পরিবার পরিকল্পনা পদ্ধতিসমূহের সচিত্র পরিচিতি।
০৩পদ্ধতি গ্রহীতা বাজচাইকরণ, গ্রহণকারী ও অনুসরণ সহায়ক তালিকা।
০৪দম্পতি ছক।
০৫শূন্য থেকে এক বছরের শিশুর তালিকা ছক।
০৬শিশু (০-৫ বছরের নিচে) সেবা দান ছক।
০৭সয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য সেবা দান ছক।
০৮গর্ভবতী মহিলাদের তালিকা ছক।
০৯জন্ম তালিকা ছক।
১০মৃত্যু তালিকা ছক।
১১দৈনিক কার্যাবলীর হিসাব ছক।
১২ইনজেকটেবল গ্রহণকারী মহিলাদের তালিকা ছক।
১৩শিশুর প্রারম্ভিক বিকাশ (ইসিডি) রেকর্ডিং ফরম্যাট।
১৪মাসিক মওজুদ ও বিতরণের হিসাব ছক।
১৫খানার জনসংখ্যার হিসাব ছক।
১৬গ্রাম ভিত্তিক জনসংখ্যার হিসাব ছক।
১৭সন্তান সংখ্যানুযায়ী এবং বয়স ভিত্তিক পদ্ধতি গ্রহণকারী ও অগ্রহণকারী সক্ষম দম্পতিদের বিন্যাস ছক।
১৮পরিবার পরিকল্পনা পরিদর্শকের  তদারকি ছক।
১৯জনপ্রতিনিধ/ কর্মকর্তাদের তদারকি ছক।

   * বর্ষপঞ্জী।

Address

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

সুলিনা (চান্দ্রা), আলগী

আলগী, ভাংগা, ফরিদপুর।