Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
হংকং, সিঙ্গাপুর, মধ্যপাচ্যের দেশসমূহে মহিলা কর্মী হিসেবে গমনেচ্ছু নারী প্রার্থীদের রেজিষ্ট্রশন প্রসংগে।
Details

    এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে, হংকং এবং সিংঙ্গাপুরে লটারীর মাধ্যমে বেকার নারী কর্মীদের কর্মস্থানের লক্ষ্যে আগামী ১৮ এপ্রিল, ২০১৩ ইঙ তারিখ হইতে ২২ এপ্রিল, ২০১৩ ইং তারিখ পর্যন্ত অনলাইনে রেজিষ্ট্রেশন কার্যক্রম চালু থাকবে। এ লক্ষ্যে উক্ত তারিখ সকাল ৯ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত সময়ে আলগী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে আগ্রহী প্রার্থীদেরকে অনলাইনে রেজিষ্ট্রেশন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল।

    পৌরসভার আগ্রহী প্রার্থীদের নিকটষ্থ ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে সশরীরে উপস্থিত থেকে রেজিশ্ট্রশন করার জন্য অনুরোধ করা গেল।

  •     রেজিষ্ট্রশন কার্যক্রমের সময় ভোটার আইডিকার্ড (যদি থাকে), জন্মনিবন্ধণ সনদ, পাসপোর্ট (যদি থাকে) ৩ টি মোবাইল নম্বর সহ প্রার্থীদেরকে সশরীরে উপস্থিত থাকতে হবে।

 

১। রেজিষ্ট্রশন ফি = ১০০ টাকা মাত্র।

২। হংকং বা সিংগাপুরে যাইতে সর্বমোট খরচ হবে = ২০,০০০/= টাকা মাত্র।

৩। মাসিক বেতন = ৪০,০০০/= টাকা মাত্র।

 

প্রয়োজনীয় তথ্য জানার জন্য যোগাযোগ করুন :

ইউনুছ মাহমুদ

ইউআইএসসি পরিচালক

আলগী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র

০১৭২২-৮৬৭৮৮৫

ভাংগা, ফরিদপুর।

Attachments